Farm:
Gobindapur
Hazir Bazar
Feni-3900
Contact : 01703301290
Email: guppy@salesman-bd.com

Thursday, April 01, 2021

thumbnail

Guppy | An Ornamental Fish




Guppy | Color Fish  মিলিফিশ এবং রংধনু মাছ নামে পরিচিত গুপি  (Guppy) পোসিলিয়া রেটিকুলাটা প্রজাতির রঙিন মাছ । Guppy  উত্তর-পূর্ব দক্ষিণ আমেরিকার মিঠা পানির মধ্যে চাষযোগ্য একটি সুন্দর মাছ। যাহা এখন সারা বিশ্বে পাওয়া যায়। 


বৈজ্ঞানিক নাম: Poecilia reticulata
পরিবার : Poeciliidae 
প্রজাতি : Reticulata
সাইজ: ২ ইঞ্চি পর্যন্ত হয় 
আয়ুকাল : ২ থেকে ৩ বছর 
উৎস:South America, Captive-bred
সামাজিকতা : শান্তিপূর্ণ 
লালন পালন: নতুন যে কেউ এর লালন পালন করতে পারবে।
ব্রিডিং: বাচ্চা প্রসব করে। 
পানির ট্যাংক: মিনিমাম ২০ গ্যালন হতে হবে। 
পানির pH  : ৬.৫ থেকে ৮.০০ এর ভিতরে থাকতে হবে।
পানির তাপমাত্রা :  ২০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি হতে হবে।
প্রকৃতি :এরা পানির মধ্য ভাগে অথবা পানির উপরিভাগে  বাস করে ।

রং ভেদে Guppy এর প্রকারভেদ :

Guppy তে বিভিন্ন প্রজাতি এবং বর্ণ রয়েছে। তবে পুরুষ guppy  থেকে মেয়ে guppy তে রঙের বৈচিত্রতা বেশি। যাহা দেখতে অনেক প্রাণবন্ত লাগে। বৈচিত্রতার উপর নির্ভর করে কয়েকটা ভাগে ভাগ করা যায়। 

১. ছোট লেজওয়ালা 

২. বৃত্তাকার লেজওয়ালা 

৩. "ভি" আকার লেজওয়ালা 

আবার কিছু প্রজাতি আছে পুরা মাছের অর্ধেক দৈর্ঘ্য পর্যন্ত লেজ থাকে 

লেজের পাখায় মার্বেল বা স্ট্রাইপযুক্ত চেহারা থাকতে পারে বা মাছগুলি এক বা দুটি রঙের হতে পারে। যে guppy আপনি রঙের সমন্বয় করবেন তারপর মিলিয়ে দেখবেন। আপনি আপনার প্রিয় guppy পেয়ে যাবেন।



ট্যাংকমেট বা ট্যাংক কমিউনিটি 

Guppy  শান্ত প্রজাতির বন্ধুসুলভ মাছ । ভিবিন্ন প্রজাতির মাছের সাথে ট্যাংকে এদের সহ বসবাস অনেক শান্তিপূর্ণ। এই মাছ গুলো আপনি প্লাটি অথবা মলির সাথে রাখতে পারেন। অন্যান্য ভাল ট্যাঙ্কমেটগুলির মধ্যে ছোট মাছ যেমন নিওন টেট্রাস বা জেব্রা ফিশ অন্তর্ভুক্ত। তবে এমন কোনো মাছের সাথে রাখা উচিত হবেনা যেগুলো guppy র বাচ্চাকে নিজেদের ডিনার বানিয়ে ফেলে। আমার দেখা মতে যারা guppy র তত্ত্বাবধান করে তারা guppy  কে এক ট্যাংকে আলাদা  রাখে । 

Guppy রক্ষণাবেক্ষন :

যারা শখের বসে  বা ফার্মিং এ নতুন guppy  তাদের জন্য এটি পারফেক্ট মাছ । তবে মাছ গুলো খুবই দুর্দান্ত এবং রক্ষনাবেক্ষন সহজ। আপনি যদি guppy চাষে সাফল্য পেতে চান তাহলে তাদের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষন ভালোভাবে করতে হবে।  

guppy র জন্য খাদ্য নির্বাচন সহজ ।  বাজারে পাওয়া খাদ্যে gappy র খাদ্যের চাহিদার পুরাটাই পাওয়া যায় । guppy মাছ সাইজে ছোট হলেও তাদের খাদ্যে নিউট্রিশন অনেক জরুরি , এই নিউট্রিশন পূরণের জন্য আপানি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন তবে তাহা সপ্তাহে ১বার অথবা ২ বার তার বেশি নয় ।    

আপনার ট্যাঙ্কের তাপমাত্রা এবং  ট্যাঙ্কের অন্যান্য মাছের  উপর নির্ভর করে আপনি দিনে একবার বা দু'বার আপনার মাছকে  খাওয়াতে পারেন। সর্বদা অল্প পরিমাণে খাবার দিয়ে শুরু করুন এবং যখন এটি সমস্ত খাওয়া হয়ে যায়, তখন আরও কিছু খাবার যোগ করুন। কয়েক মিনিটের জন্য পুনরাবৃত্তি করুন এবং আপনার সমস্ত মাছ পরীক্ষা করতে এই সময়টি ব্যবহার করুন। খাওয়ানোর সময়টি আপনার মাছগুলিকে পর্যবেক্ষন করার এবং মাছগুলো  অসুস্থ আচরণ করছে কিনা তা দেখার জন্য দুর্দান্ত সময়।



Guppy র প্রজনন :

যেহেতু guppy  অন্য সাধারণ মাছের মতো ডিম দেয়না । Guppy বাচ্চা প্রসব করে। একটা ফিমেল guppy সাধারণত একবার ৫০ থেকে ১০০ টা বাচ্চা প্রসব করে । আপনি যদি guppy র বাচ্চা সংরক্ষন করতে চান তাহলে guppy র বাচ্চা গুলোকে অন্য মাছ থেকে আলাদা  করে রাখবেন। নাহলে অন্য মাছ guppy র বাচ্চা গুলো খেয়ে ফেলতে পারে। 

উপসংহারে বলতে চাই Guppy শান্ত প্রকৃতির একটি পোষা রঙিন মাছ । যে কেউ ইচ্ছে করলে এই মাছ চাষ এবং রক্ষনাবেক্ষন করতে পারবে অনেক সহজে । 

বৰ্তমানে বাংলাদেশের অনেক জেলায় রঙিন মাছের চাষ হচ্ছে । সেই হিসেবে ফেনী জেলায় ও  পিছিয়ে নেই ।  finguppyfarm তার একটি উদাহরণ । এখানে ভিবিন্ন প্রজাতির অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছের চাষ হচ্ছে । এখান থেকে যে কেউ ইচ্ছে করলে পাইকারি অথবা খুচরা কিনতে পারবেন । অনলাইনে  ও অর্ডার করতে পারবেন যে কেউ । অনলাইন এ অর্ডার করার জন্য Guppy র নিজস্ব ওয়েবসাইট এ ভিসিট করতে হবে অথবা salesman-bd এই ওয়েবসাইট থেকেও ক্রয় করা যাবে । 

মোহাম্মেদ আবদুর  রহিম 
employee: salesman-bd
Trunk Road-Feni 3900
Bangladesh 
email: abdurraheem@salesman-bd.com
Contact: 01779889224

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments