Farm:
Gobindapur
Hazir Bazar
Feni-3900
Contact : 01703301290
Email: guppy@salesman-bd.com

Thursday, April 01, 2021

thumbnail

Platy | An Ornamental Fish

 




Platy | Color Fish  মিঠা পানির genus Xiphophorus প্রজাতির একটি মাছ হলো প্লাটি। তাদের লেজের নিচে তলোয়ার সাদৃশ্য দেখা যায়।  প্লাটি অন্য মাছের মতো ডিম না দিয়ে বাচ্চা প্রসব করে। প্লাটি Poeciliidae পরিবারের মাছ Guppy এবং molly এর মতো । প্লাটির আদি নিবাস মধ্য আমেরিকা এবং দক্ষিন মেক্সিকো । তবে ইহা দেখো পৃথিবীর সব দেশে পাওয়া যায়। 

বৈজ্ঞানিক নাম:  genus Xiphophorus
পরিবার :  Poeciliidae
প্রজাতি : Xiphophorus
সাইজ:  সর্বোচ্ছ ৩ ইঞ্চি 
আয়ুকাল :  ৩ থেকে ৫ বছর 
উৎস: মধ্য আমেরিকা এবং দক্ষিন মেক্সিকো
সামাজিকতা : শান্তিপূর্ণ 
লালন পালন: নতুন যে কেউ এর লালন পালন করতে পারবে।
ব্রিডিং: বাচ্চা প্রসব করে। 
পানির ট্যাংক: মিনিমাম 10-15 গ্যালন হতে হবে। 
পানির pH  : ৬.৫ থেকে ৮.০০ এর ভিতরে থাকতে হবে।
পানির তাপমাত্রা :  ২০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি হতে হবে।
প্রকৃতি :এরা পানির মধ্য ভাগে অথবা পানির উপরিভাগে  বাস করে ।

প্লাটি ফিশ একটি সাধারণ নাম যা তিনটি প্রজাতিকে বোঝায়:

দক্ষিণী প্লাটি (শিফোফোরাস ম্যাকুল্যাটাস)
ভেরিয়েবল প্লাটি (Xiphophorus ভ্যারিয়েটাস)
সোর্ডটেল প্লাটি (জিফোফোরাস এক্সিফিডিয়াম)

রং ভেদে  Platy এর প্রকারভেদ : প্লাটি ফিশ রঙের ক্ষেত্রে, লাল, ইট লাল, মখমল লাল, রক্ত লাল, হলুদ, সোনালী, সূর্যাস্ত, গাঁদা, সানবার্স্ট এবং তাদের মধ্যবর্তী ছায়াগুলি সর্বাধিক সাধারণ প্লাটি ফিশ রঙের বৈচিত্রতা বুঝায় ।



ট্যাংকমেট বা ট্যাংক কমিউনিটি 
Guppy  শান্ত প্রজাতির বন্ধুসুলভ মাছ । ভিবিন্ন প্রজাতির মাছের সাথে ট্যাংকে এদের সহ বসবাস অনেক শান্তিপূর্ণ। এই মাছ গুলো আপনি  Guppyঅথবা মলির সাথে রাখতে পারেন। অন্যান্য ভাল ট্যাঙ্কমেটগুলির মধ্যে ছোট মাছ যেমন নিওন টেট্রাস ,small ttras, rasboras,cory catfish,snails, bristlenose plecos,rainbowfish এবং  জেব্রা ফিশ অন্তর্ভুক্ত। তবে এমন কোনো মাছের সাথে রাখা উচিত হবেনা যেগুলো  platy র বাচ্চাকে নিজেদের ডিনার বানিয়ে ফেলে। 

ভালো তত্ত্বাবধানে আমার পরামর্শ প্লাটি কে আলাদা ট্যাঙ্ক এ লালন পালন করা উচিত । 

Platy রক্ষণাবেক্ষন : 

যারা শখের বসে  বা ফার্মিং এ নতুন  platy তাদের জন্য এটি পারফেক্ট মাছ । তবে মাছ গুলো খুবই দুর্দান্ত এবং রক্ষনাবেক্ষন সহজ। আপনি যদি  platy চাষে সাফল্য পেতে চান তাহলে তাদের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষন ভালোভাবে করতে হবে।  

Plty র জন্য খাদ্য নির্বাচন সহজ ।  বাজারে পাওয়া খাদ্যে  platy র খাদ্যের চাহিদার পুরাটাই পাওয়া যায় । Platy মাছ সাইজে ছোট হলেও তাদের খাদ্যে নিউট্রিশন অনেক জরুরি , এই নিউট্রিশন পূরণের জন্য আপানি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন তবে তাহা সপ্তাহে ১বার অথবা ২ বার তার বেশি নয় ।   প্লাটিকে নিরামিষভোজী মাছ হিসাবে বিবেচনা করা হয় এবং  তারা নিরামিষ  খাবার পছন্দ করেন। তারা  কখনো কখনো  জীবিত খাবার খায় । বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত এবং উদ্ভিজ্জ খাবার ও তাদের প্রিয়। তাদের ডায়েটের মূল গঠনের জন্য একটি ভাল মানের flake ফুড দিতে ব্যবহার করতে  পারেন। আর  সপ্তাহে এক বা দুবার তাদের brine shrimp, tubifex and bloodworms খাওয়ানোর মাধ্যমে তাদের চিকিত্সা করতে পারেন 

আপনার ট্যাঙ্কের তাপমাত্রা এবং  ট্যাঙ্কের অন্যান্য মাছের  উপর নির্ভর করে আপনি দিনে একবার বা দু'বার আপনার মাছকে  খাওয়াতে পারেন। সর্বদা অল্প পরিমাণে খাবার দিয়ে শুরু করুন এবং যখন এটি সমস্ত খাওয়া হয়ে যায়, তখন আরও কিছু খাবার যোগ করুন। কয়েক মিনিটের জন্য পুনরাবৃত্তি করুন এবং আপনার সমস্ত মাছ পরীক্ষা করতে এই সময়টি ব্যবহার করুন। খাওয়ানোর সময়টি আপনার মাছগুলিকে পর্যবেক্ষন করার এবং মাছগুলো  অসুস্থ আচরণ করছে কিনা তা দেখার জন্য দুর্দান্ত সময়।



Platy র প্রজনন :
যেহেতু  Platy অন্য সাধারণ মাছের মতো ডিম দেয়না ।  Platy বাচ্চা প্রসব করে। একটা ফিমেল  Platy সাধারণত একবার  ১০ থেকে ৪০ টা বাচ্চা প্রসব করে । platy মাছ প্রতি ৪ থেকে ৬ সপ্তাহে বাচ্চা দিয়ে থাকে । তবে ভালো রক্ষনাবেক্ষন করলে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে । আপনি যদি  Platy র বাচ্চা সংরক্ষন করতে চান তাহলে  platyর বাচ্চা গুলোকে  মা মাছ থেকে আলাদা  করে রাখবেন। নাহলে  মা মাছ   বাচ্চা গুলো খেয়ে ফেলতে পারে। 

উপসংহারে বলতে চাই  Platy শান্ত প্রকৃতির একটি পোষা রঙিন মাছ । যে কেউ ইচ্ছে করলে এই মাছ চাষ এবং রক্ষনাবেক্ষন করতে পারবে অনেক সহজে । 

বৰ্তমানে বাংলাদেশের অনেক জেলায় রঙিন মাছের চাষ হচ্ছে । সেই হিসেবে ফেনী জেলায় ও  পিছিয়ে নেই ।  finguppyfarm তার একটি উদাহরণ । এখানে ভিবিন্ন প্রজাতির অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছের চাষ হচ্ছে । এখান থেকে যে কেউ ইচ্ছে করলে পাইকারি অথবা খুচরা কিনতে পারবেন । অনলাইনে  ও অর্ডার করতে পারবেন যে কেউ । অনলাইন এ অর্ডার করার জন্য Guppy র নিজস্ব ওয়েবসাইট এ ভিসিট করতে হবে অথবা salesman-bd এই ওয়েবসাইট থেকেও ক্রয় করা যাবে । 

মোহাম্মেদ আবদুর  রহিম 




employee: salesman-bd
Trunk Road-Feni 3900
Bangladesh 
Contact: 01779889224


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

4 Comments

avatar

Wow... Nice project.
Do you have any mobile application for easy to buy?? If you have plz attatch your app link. Thanks.

Reply Delete
avatar

https://play.google.com/store/apps/details?id=com.sbitbd.ecommerce

Reply Delete
avatar

Thanks for your compliments. Kindly find out our mobile apps from google play store as follows link.
https://play.google.com/store/apps/details?id=com.sbitbd.ecommerce

Reply Delete