Salesman-bd থেকে কিভাবে পণ্য কিনবো?
প্রযুক্তির আধুনিক বিকাশ মানবজাতিকে করেছে আরো অনেক আধুনিক । মানুষ এখন ঘরে বসে নেট দুনিয়া থেকে ঘুরে আসতে পারে। যে কোনো প্রয়োজনে মানুষ এখন প্রযুক্তির ব্যবহার করে। এমন একটা সময় ছিল যখন মানুষ কল্পনায় ও আনতে পারেনি যে , ঘরে বসে দুনিয়ার সব খবর , হালচাল, ব্যবসা বাণিজ্য , শিক্ষা , সব করবে ।
প্রযুক্তির এই বিকাশ আমাদের করেছে অনেক আরামপ্রিয় । প্রযুক্তির এই বিকাশ ইকমার্স জগৎকেও নিয়ে এসেছে মানুষের হাতের মুঠোয় । বাংলাদেশের e-commerce জগতের এক নতুন নক্ষত্র salesman-bd. যাহা বাংলাদেশের অনলাইন শপিং এর জন্য এক আর্শীবাদ স্বরূপ । salesman-bd কর্তৃপক্ষের অনুরুধে আজ লিখতে বসলাম কিভাবে একজন কাস্টমার তার পছন্দের পণ্য কিনতে পারবে salesman-bd থেকে । আমার এই লিখাতে সহযোগিতা করার জন্য salesman-bd কর্তৃপক্ষ কে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। salesman-bd এর রয়েছে smoothly ব্যবহার উপযোগী android apps যাহা গুগল প্লে স্টোরের লিস্টেড সফটওয়্যার । এই এপ্লিকেশন ব্যবহারে কাস্টমার এর তথ্যের নিরাপদ ব্যবহারের ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে থাকে ।
salesman-bd থেকে পণ্য কিনতে হলে একজন কাস্টমার কে কয়েকটি সহজ ধাপ অতিক্রম করতে হবে ।
প্রথম ধাপ :
একজন কাস্টমের যদি salesman-bd থেকে কোনো পণ্য খরিদ করতে চায় প্রথমে তাকে salesman-bd এই সফটওয়্যার টি ইনস্টল করতে হবে ।
এই সফটওয়্যার টি যেহেতু গুগল প্লে স্টোরে এ পাবলিশ করা আছে সেখান থেকে এই সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে । সফটওয়্যার টি ইনস্টল করতে এখানে ক্লিক করুন Click Here
সফটওয়্যার টি ইনস্টল করতে গুগল প্লেস্টোরে এর সার্চ বাক্স এ salesman-bd লিখে সার্চ দিলে এইরকম একটি ইন্টারফেস আসবে ।
সফটওয়্যার টি সিলেক্ট করে ইনস্টল বাটন এ প্রেস করলে সফটওয়্যার টি ইনস্টল হয়ে যাবে ।
আপনি কিভাবে বুজবেন যে সফটওয়্যার টি ইনস্টল হয়েছে । অন্যসব মোবাইল এপপ্স এর মতো salesman-bd এপপ্স টিও ইনস্টল করার পর install বাটন টি পরিবর্তন হয়ে open বাটন হয়ে যাবে ।
salesman-bd সফটওয়্যার টি ইনস্টল করার পর ওপেন করতে হবে । আপনি যদি গুগল প্লেস্টোরে থেকে থাকেন তাহলে আপনি ওপেন বাটন প্রেস করুন আর যদি আপনি গুগল প্লে স্টোরে এক্সিট করে ফেলেন তাহলে আপনার মোবাইল এর সফটওয়্যার এ গিয়ে salesman-bd লিখা সফটওয়্যার টি দেখা যাবে । ওটাতে প্রেস করলে সফটওয়্যার টি ওপেন হয়ে যাবে ।
দ্বিতীয় ধাপ :
আপনি সফটওয়্যার এ প্রবেশ করে আপনার পছন্দ মতো যে কোনো পণ্য সিলেক্ট করতে পারেন যাহা আপনি পছন্দ করেন ।
সফটওয়্যার এ প্রবেশ করার পর আপনি এই রকম একটি ইন্টারফেস পাবেন । এখানে কতগুলো উইজেট পাবেন । যেমন fullfiled by salesman-bd , special offer ,best sale , express service ,all categories .
আপনি যেকোনো পণ্য সহজে খুঁজে পেতে আপনি উপরের উইজেট গুলো ব্যবহার করতে পারেন ।
fullfiled by salesman bd : এখানে আপনি যেই পণ্য টি পাবেন তাহা salesman-bd কর্তৃপক্ষ এর নিজস্ব পণ্য । কোনো সেলার / ভেন্ডর এর সরবরাহকৃত নয় । তাই এর সকল তত্ত্বাবধান salesman-bd কর্তৃপক্ষ বহন করে ।
special offer : salesman-bd যদি কোনো অফার ঘোষণা করে তাহলে তাহা এখানে পাবেন । যতগুলো পণ্য অফারে বিক্রি হবে সবগুলো পণ্য এখানে পাবেন । যদি কোনো সেলার/ভেন্ডর কর্তৃক কোনো অফার ঘোষণা করা হয় তাহাও এখানে দেখা যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো পণ্য এখন থেকে ক্রয় করতে পারবেন ।
Best Sale : salesman-bdতে যে পণ্য টি বেশি সেল হবে সেটা এখানে পাওয়া যাবে ।
Express Service : salesman-bdতে express service সেবাটি শুধুমাত্র ফেনী শহরের জন্য চালু করা হয়েছে । পয্যায়ক্রমে ইহা সারা বাংলাদেশে পরিচালিত হবে । এই সার্ভিস এর অধীনে গ্রোসারী , মেডিসিন ও হোমমেড ফুড অন্তর্ভুক্ত আছে । তাই ফেনীর কোনো ব্যক্তি যদি express service এর অধীনে যেকোনো পণ্যের অর্ডার দিলে তাহা অতি দ্রুততার সাথে ডেলিভারি দেওয়া হবে। এটার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবেনা। ফেনী শহরে এবং এর আশপাশের এলাকায় এই সার্ভিস বলবৎ আছে।
All cattegories : এখানে আপনি ক্যাটাগরি অনুসারে পণ্য কিনতে পারবেন। আপনার পছন্দের ক্যাটেগরি এখান থেকে আপনি চয়েস করতে পারবেন ।
আপনি আপনার পছন্দের পণ্যটি চয়েস করে ওই পণ্যের উপর প্রেস করুন তখন একটি ইন্টারফেসআসবে add to cart এবং buy now
এখানে আপনি আপনার পছন্দের রং এবং সাইজ সিলেক্ট করতে পারবেন । তারপর আপনার পণ্যের কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন ।
আপনি যদি এটার সাথে অন্য কোনো পণ্য কিনতে চান তাহলে add to cart অপসন টি চয়েস করুন এবং অন্য পণ্য কিনতে হোমপেজ এ back করুন ।
আর যদি আপনি অন্য কোনো পণ্য কিনতে না চান শুধু মাত্র একটি পণ্য কিনতে চান তাহলে buy now অপসন টি সিলেক্ট করুন।
তৃতীয় ধাপ :
Buy Now অপসন টি প্রেস করার পর আপনার sign in একটি ইন্টারফেস আসবে । এটা মূলত একজন
কাস্টমার এর অথিন্টিকেশন এর জন্য এর অপসন টি দরকার। আপনি যদি salesman-bd এর নিয়মিত কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার ইউসার (ইমেইল /মোবাইল নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে sign in প্রেস করুন । এবং আপনার বিলিং ডিটেলস ঠিক আছে কিনা তাহা যাচাই করুন । যদি বিলিং ডিটেলস যদি বিলিং ডিটেলস সম্পূর্ণ না থাকে তাহলে তাহা পূরণ করুন , আপনার নাম , ফোন নম্বর,ইমেইল,কান্ট্রি,ডিস্ট্রিক্ট,থানা, এবং ফুল ডেলিভারি এড্রেস লিখুন ।
আপনি যদি salesman-bd তে নতুন হউন তাহলে sign-up এ ক্লিক করুন এবং ফর্ম এ বর্ণিত ডিটেলস পূরণ করুন । একজন নতুন ব্যবহার কারী sign up করার জন্য প্রথমে নাম,মোবাইল নং, ইমেইল,এড্রেস,পাসওয়ার্ড,কন্ফার্ম পাসওয়ার্ড এ লিখে sign-up এ ক্লিক করতে হবে । তারপর কান্ট্রি,ডিস্ট্রিক্ট,থানা/উপজেলা,এবং ডেলিভারি এড্রেস লিখতে হবে ।
তারপর আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করুন:
৩.১: Cash On Delivery : Cash On Delivery সংক্ষেপে COD মূলত আপনি পণ্য পাওয়ার পর ডেলিভারি ম্যান কে নগদ টাকা পেমেন্ট করাকে বুজায় । মনে করেন আপনি যদি কোনো পণ্য পছন্দ করে কিনেন এবং COD পেমেন্ট মেথড ব্যবহার করেন তাহলে আপনার পণ্যটি আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান অথবা কুরিয়ার সার্ভিস কে আপনার পণ্যের মূল্য পরিশোধ করতে হবে । প্রথমে আপনাকে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে তারপর পণ্যের রিসিট এ স্বাক্ষর করে আপনার পণ্য বুঝে নিবেন। যদি মূল্য পরিশোধ না করেন তাহলে আপনার পণ্য আপনাকে ডেলিভারি দেওয়া হবেনা।আপনি যদি কোনো সুনির্দিষ্ট কারণ ব্যতীত পণ্য গ্রহণে অসৃকৃতি জানান তখন salesman-bd কর্তৃপক্ষ চাইলে আপনার বিরুদ্ধে আইনানুগ ক্ষতিপূরণ দাবী করতে পারবে ।
৩.২ Bkash : Bkash বাংলাদেশে ব্যবহৃত অতি জনপ্রিয় একটি মোবাইল ওয়ালেট , যার মাধ্যমে আপনি salesman-bd থেকে অনায়াসে যেকোনো পণ্য কিনতে পারবেন । বিকাশে পেমেন্ট করার জন্য আপনাকে salesman-bd এর বিকাশ নং ০১৭১৪৬৫৪০০৩ এই নম্বর এ আপনার নির্ধারিত টাকা বিকাশ করতে হবে । আপনার নির্ধারিত টাকা বিকাশ করার পর আপনি যে নম্বর থেকে বিকাশ করেছেন সেই নম্বর টি প্রথমে লিখুন এবং বিকাশ করার পর আপনার মোবাইল sms এ একটি ১০ ডিজিটের transaction id আসবে । transaction ID টি এখানে লিখুন। OK বাটন প্রেস করুন ।
৩.৩ Rocket : Rocket বাংলাদেশে ব্যবহৃত আরো একটি জনপ্রিয় একটি মোবাইল ওয়ালেট , যার মাধ্যমে আপনি salesman-bd থেকে অনায়াসে যেকোনো পণ্য কিনতে পারবেন । রকেটে পেমেন্ট করার জন্য আপনাকে salesman-bd এর রকেট নং ০১৭৪৭৬৬৬৩৬২ এই নম্বর এ আপনার নির্ধারিত টাকা পেমেন্ট করতে হবে । আপনার নির্ধারিত টাকা পেমেন্ট করার পর আপনি যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেই নম্বর টি প্রথমে লিখুন এবং রকেট পেমেন্ট করার পর আপনার মোবাইল এ sms এ একটি ১০ ডিজিটের transaction id আসবে । transaction ID টি এখানে লিখুন। OK বাটন প্রেস করুন ।
৩.৪ Nagad : Nagad বাংলাদেশে ব্যবহৃত আরো একটি জনপ্রিয় একটি মোবাইল ওয়ালেট , যার মাধ্যমে আপনি salesman-bd থেকে অনায়াসে যেকোনো পণ্য কিনতে পারবেন । Nagad পেমেন্ট করার জন্য আপনাকে salesman-bd এর Nagad নং ০১৭৪৭৬৬৬৩৬২ এই নম্বর এ আপনার নির্ধারিত টাকা পেমেন্ট করতে হবে । আপনার নির্ধারিত টাকা পেমেন্ট করার পর আপনি যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেই নম্বর টি প্রথমে লিখুন এবং Nagad পেমেন্ট করার পর আপনার মোবাইল এ sms এ একটি ৮ ডিজিটের transaction id আসবে । transaction ID টি এখানে লিখুন। OK বাটন প্রেস করুন ।অতঃপর আপনার কাছে যদি কোনো প্রমোশন কোড থাকে তাহলে Promo Code অপসন এ গিয়ে আপনার promotion code টি লিখুন Apply Promo তে প্রেস করুন । আর যদি আপনার কাছে কোনো প্রমোশন কোড না থাকে তাহলে ওটা খালি রাখুন ।
অতঃপর product এর বিবরণ চেক করে টোটাল এমাউন্ট চেক করে Place Order বাটন এ ক্লিক করুন ।
place order বাটন প্রেস করার পর আপনার ক্রয় সম্পন্ন হল। (আপনার ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য
আপনার রিসিট টি স্ক্রিনশর্ট দিয়ে রেখে দিন । )
এবং আপনার মোবাইল এ একটি sms বা খুদেবার্তার মাধ্যমে আপনার পণ্যক্রয়ের কনফার্মেশন ডিটেলস জানিয়ে দেওয়া হবে । আপনার নিকট পেরিত SMS এর মধ্যে আপনার পণ্য ক্রয়ের ১১ ডিজিটের Invoice Id রেফারেন্স নম্বর টি সংরক্ষণ করুন ।
চতুর্থ ধাপ :
আপনি কিভাবে আপনার অর্ডার ট্র্যাক করবেন?
আপনার অর্ডার এর সকল আপডেট পেতে হলে আপনাকে salesman-bd এপপ্স এর বামপাশে চিহ্নিত মেনুবার এ গিয়ে login অপসন এ user এবং password দিয়ে আপনাকে লগইন করতে হবে।অতঃপর আপনার জন্য নির্ধারিত ড্যাশবোর্ড (Dashboard ) এ গিয়ে
salesman-bd এর সকল অফার এর খবর অগ্রিম পেতে salesman-bdএর নিউজফীড সাবস্ক্রাইব করুন। salesman-bd এর সঙ্গে থাকতে ফেইসবুক এ salesman-bd এর পেজ salesmanbdonline লাইক করুন ।
আমার এই লেখাটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন ।
আমার এই লেখা সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন।
সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ ।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
1 Comments
Very good. Khub valo hoyeche..
Reply Delete