Farm:
Gobindapur
Hazir Bazar
Feni-3900
Contact : 01703301290
Email: guppy@salesman-bd.com

Wednesday, April 28, 2021

thumbnail

Salesman-bd | Online Shopping Marketplace


Welcome, Salesman-bd online shopping marketplace. 

অনলাইন শপিং ফ্যশন নয় ,  প্রয়োজন।  সময় বদলাচ্ছে। একবিংশ শতাব্দীর প্রাক্বালে  দ্বিতীয় ও তৃতীয়  জেনারেশন এর   একজনকেও  খুজে পাওয়া মুশকিল যে ইন্টারনেট সম্পর্কে কিছুই জানেনা বা কখনো ইন্টারনেট এর নাম শুনেনি। প্রযুক্তির যুগে আধুনিক বাংলাদেশের  আনাচে কানাচেও ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। সরকারের বহুমুখী পরিকল্পনার কারনে  এখন জীবনের প্রায় প্রতিটি  ক্ষেত্রেই ইন্টারনেট এর প্রয়োজন। ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন প্রায় অচল। ইন্টারনেট এর বহুমুখী ব্যবহার  হিসেবে ব্যবসা, বানিজ্য, শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং ইত্যাদি সব ক্ষেত্রেই ইন্টারনেট এর ব্যবহার অনেকগুন বেড়ে গেছে । আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তির  বহুবিদ ব্যবহার  আমাদের কে করেছে আরামপ্রিয়।  প্রযুক্তি নির্ভরতার  ক্ষেত্রে অনলাইনে শপিং ও পিছিয়ে নেই।



কিছুদিন আগেও আমরা বাজারে গিয়ে রোদে পুড়ে  মানুষের ভিড়ে পায়ে হেটে ঘুরে ঘুরে কেনাকাটা করতাম। । যাতে আমাদের অনেক শারীরিক কষ্ট  ও মূল্যবান সময় নষ্ট হত। কিন্তু এখন সেখানে আমরা চাইলে ঘরে বসে খুব আরামে টিভি দেখতে দেখতে ইন্টারনেট এর মাধ্যমে অনলাইনএ শপিং করতে পারি। যাতে আমাদের সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। আগে আমাদের দেশে অনলাইন শপিং তেমন জনপ্রিয় না হলেও এখন আমাদের দেশে অনলাইনে শপিং অনেক জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে তরুণ সমাজের কাছে অনলাইনে শপিং করাটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে। 

আমরা যেমন বাজার থেকে প্রতিদিন ভিবিন্ন পণ্য কিনি এবং  বিক্রি করি  । সেরকমই প্রযুক্তির ব্যবহার করেও আমরা  এর মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারি।  আমাদের এই কেনাকাটাকে প্রযুক্তির ভাষায় বলা হয় অনলাইন শপিং।

অনলাইনে শপিং করার জন্য  ইন্টারনেটে অনেক অনলাইন শপিং সাইট রয়েছে।  প্রযুক্তির সহজ ব্যবহার লেনদেন কে করেছে সহজ , বিকাশ , নগদ,  রকেট,ক্যাশ অন  ডেলিভারী , যাহার মাধ্যমে আপনি সহজেই লেনদেন করতে পারেন salesman-bdসাথে। 


তার মধ্যে salesman-bd একটি অনলাইন শপিং সাইট। প্রতিযোগিতা মূলক বাজারে  অনলাইন শপিং সাইটগুলোর নাম নিলে প্রথম সারিতেই  salesman-bd  এর নাম আসবে। 


মানুষের মনের ভাষা বুঝতে পারাটাই বড় ব্যবসা ।   বিচিত্র এই দুনিয়ায় মানুষের মনের ভাষাটা পড়তে পারা  অনেক কঠিন । মানুষ কখন কি চায়? সেটা মানুষ নিজেও বলতে পারেনা। সেই মানুষের মনের ভাষা পড়তে পারার নাম salesman-bd  হাতে মোবাইল থাকলে মনে করবেন বাজার আপনার পকেটে । সেটাকে নিয়ন্ত্রন করার জন্য চাই  স্মুথ একটি অ্যাপ্স যাহা salesman-bd  এর salesmanbdonline নামে পরিচিত। Download salesman-bd apps  Click Here

ধরুন মিস আফরাহ একটা জামা কিনবে। কিন্তু বাবা বাহিরে থাকে , বড় ভাই আডডা মেরে রাতকরে ঘরে ফেরে। আফরার আম্মু গৃহিণী , ঘর কন্না  সামালতেই উনার বেলা চলে যায়। তাই বলে কি আফরাহ জামা কিনবেনা ! অবশই কিনবে,  কারন আফরাহ র হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন ।  আফরাহ মোবাইল ফোনে  salesmanbdonline এপ্স ওপেন করে তার পছন্দের জামা অর্ডার করে দিল। মেসেজ এ কনফারমেশন ফেল। একদিন পরে salesman-bd এর ডেলিভারি টীম তাহার হাতে পণ্য বুজিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। 

এখন আফরাহ তাহার ছোট থেকে বড় যেকোনো কেনাকাটায় salesman-bd এর বিকল্প কোন কিছুই ভাবতে পারেনা। 


যদি বলেন কেন salesman-bd তে শপিং করবেন। তাহলে আমি বলব নিজের মূল্যবান সময় এবং পরিশ্রম দুটোকেই বাঁচাতে salesman-bd তে  শপিং করবেন। এখনকার আধুনিক যুগে আমরা সবাই যে যার মতো নিজের কাজে ব্যস্ত। সারাদিন কাজ করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে যায়। এই অক্লান্ত পরিশ্রমের পর মার্কেটে গিয়ে শপিং করাটা আরো বেশি ক্লান্তিকর। আর তার জন্য অনেক সময়েরও প্রয়োজন। আর এই সময়ের অভাবে হয়ত অনেক দরকারি জিনিসও কিনতে বাজারে যেতে পারছেন না। অথবা নিজের প্রিয়জনদেরকে হয়তো অনেকদিন কিছু কিনে দিতে পারছেন না। তাই এখনি আপনি চাইলে নিজের কাজের ফাকে অথবা কাজ শেষে বাড়ি ফিরে বিশ্রাম করতে করতে অনলাইনে অর্ডার করে দিতে পারেন আপনার দরকারি জিনিসগুলো। অথবা নিজের প্রিয়জনদেরকে হঠাৎ কিছু কিনে দিয়ে চমকে দিতে পারেন। তাতে আপনার কোন সময়ও নষ্ট হবে না। salesman-bd এর দক্ষ ও অভিজ্ঞ দল আপনার প্রয়োজনকে নিমিষেই পুরন করবে। এটা salesman-bd এর পক্ষ থেকে অঙ্গিকার। 

মানুষ বাজার করতে গেলে একেকটা জিনিস একেকটা দোকান থেকে ঘুরে ঘুরে  কিনতে হয়।  কিন্তু  salesman-bd  এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সব জিনিস পাবেন একসাথে। salesman-bd তে  কি নেই  ? সবই আছে। এরপরেও লক্ষ প্রোডাক্ট এর ভিড়ে  আপনি যদি মনে করেন আপনার প্রয়োজনীয় একটা আইটেম  যাহা আপনি খুজে পাচ্ছেন না তাহলে দেরি না করে কল করুন ০১৭৪৭৬৬৬৩৬২ এই নাম্বার এ।  salesman-bd কর্তৃপক্ষ আপনাকে সহযোগিতা করবে আপনার প্রয়োজনীয় জিনিস খুজে দিতে।   



অনলাইন শপিং নিয়ে কিছু ভুল ধারণা।

আমাদের অনেকেরই অনলাইন শপিং নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। সেই ভুল ভাঙ্গিয়ে দিতে  salesman-bd এর ক্ষুদ্র প্রয়াস

প্রশ্ন নং ১।  অনলাইন এ চোখে না দেখে শুধু ছবি দেখে কিছু কিনলে সেটা ভাল হবে না। অথবা ছবির সাথে জিনিসটা ঠিক মিলবেনা । 

salesman-bd উত্তরঃ   salesman-bd এমন একটা প্লাটফর্ম যেখানে  কোন পণ্যের স্টক শেষ হয়ে গেলে  সেটা অটোমেটিক সাইট থেকে মুছে যাবে, তাই আপনি ঠকার কোন সুযোগ নেই। যদি অন্য কোন সাইট থেকে শপিং করেন তাহলে  সেক্ষেত্রে আপনি জিনিসের বর্ণনা ভাল করে পড়বেন। 

প্রশ্ন নং ২।  অনেকের ভাবনা অনলাইনে কিছু কিনলে সেটা কিভাবে হাতে পাব?

salesman-bd ঊত্তরঃ salesman-bd এর দক্ষ ডেলিভারি টীম  আছে। যাহা আপনার পণ্য আপনার হাতে পোঁছে দিবে, এটা ছাড়াও salesman-bd সুন্দরবন কুরিয়র সার্ভিসেস  এবং এস এ পরিবহন এর  মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকে। 

প্রশ্ন নং ৩।  অনলাইনে কিছু কিনলে টাকা কিভাবে দিতে হবে?

salesman-bd উত্তরঃ salesman-bd হাতে নগদ (ক্যাশ অন ডেলিভারি) , বিকাশ , নগদ এবং রকেট মোবাইল  ওয়ালেট ব্যবহার করে। আপনি এগুলোর যেকোনো একটি ব্যবহার করে পন্যের দাম পরিশোধ করতে পারেন। 

প্রশ্ন নং ৪।  :- যদি টাকা আগে দিয়ে দেয় ঠিক ভাবে ডেলিভারি পাব কিনা?

salesman-bd উত্তরঃ salesman-bd সরকারের একটি নিবন্ধিত অনলাইন শপিং প্লাটফর্ম । যাহা  ই-ক্যব এর নিয়ন্ত্রিত। তাই আপনার যেকোনো লেনদেন নিরাপদ। 

প্রশ্ন নং ৫।  :-অনেকে আবার দরদাম করে জিনিস কিনতে ভালবাসেন। আর অনলাইনে জিনিস এর মূল্য নির্ধারিত থাকায় তারা মনে করেন অনলাইনে জিনিস এর দাম বেশি নেওয়া হয়।

salesman-bd উত্তরঃ   বর্তমানে অনলাইন শপিং অনেক প্রতিযোগিতা মূলক তাই এখানে দাম বেশী রাখার প্রশ্নই আসেনা। সবাই চাইবে ন্যায্য দামে জিনিস বিক্রি করার জন্য। এবং গ্রাহকের সন্তুষ্টি অর্জন করার জন্য।

অনলাইনে কিছু কিনলে সেটা কি ভাল হয়?

দেখুন আপনি যদি ভাল অনলাইন শপ থেকে জিনিস কিনেন তা অবশ্যই ভাল হবে। যেমন salesman-bd একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে সব পণ্যের গুণগত মান ভাল হয়। আর তাদের পরিসেবাও যতেষ্ট ভাল। তারপরও যদি কোন পণ্য কিনার পর সেটা আপনার ভাল না লাগে বা পণ্যটি যদি ভাল না হয়। সেটা আপনি ফেরত দিয়ে দিতে পারবেন। আর ধরুন আমরা বাজার থেকে দেখেশুনে যদি কোন পণ্য কিনি। সবসময় কি সে পণ্যটি একেবারে ভাল হয়? আমার মতে সবসময় সব পণ্য একেবারে ভাল হয় না। মাঝেমাঝে অনেক পণ্য দেখেশুনে কিনলেও খারাপ পড়ে । আর যদি কোন পণ্য খারাপ হয় সবসময় সব দোকানদার তা ফেরত নিতে বা জিনিসটা বদলে দিতে রাজি হয় না। আর যদি রাজি হয় সেই পণ্যটি আপনাকে বেশিরভাগ সময়  কিছু লস দিয়ে ফেরত দিতে হবে। বা এর দামে এর থেকে অনেক কমদামী জিনিস নিতে হবে। আর এই পণ্যটি ফেরত দিতে গিয়ে আপনার যে সময় নষ্ট হবে এবং বাজারে যাতায়াত করতে গিয়ে যে গাড়ি ভাড়া যাবে সেটাত আছেই । আর বাজার থেকে কেনা কোন জিনিস যদি ভাল হয় কিন্তু সেটা যদি আপনার মনের মত না হয় দোকানদার সেটা কখনো ফেরত নেবে না। কিন্তু আপনি যদি salesman-bd থেকে কোন জিনিস কিনেন, আর সেই জিনিসটা যদি কোন কারণে আপনার খারাপ মনে হয়, বা জিনিসটা যদি আপনার পছন্দ না হয়। তাহলে সেই জিনিসটা আপনি ফেরত দিতে পারবেন। এবং সেই জিনিস এর বিনিময়ে আপনি সমমূল্যের অন্য কোন জিনিস বা গিফট ভাউচার বা বিকাশে টাকা ফেরত নিতে পারবেন। আর শুধু তাই নয় আপনি বিকাশে বা গিফট বাউচারে বা যেভাবেই টাকা ফেরত নিন, তার সাথে আগের পণ্যটি আনতে এবং ফেরত পাঠাতে যে খরচ হয়েছিল সেই খরচের টাকাটাও  salesman-bd আপনাকে ফেরত দেবে। আর বিকাশে টাকা ফেরত নিলে সব খরচের টাকার সাথে বিকাশে টাকা তুলতে যে খরচ লাগবে সেটাও আপনাকে salesman-bd  দিয়ে দেবে।


অনলাইনে কিছু কিনলে সেটা কিভাবে হাতে পাব?

আপনি যদি অনলাইন শপ salesman-bd থেকে কিছু কিনেন। তাহলে আপনি দুই ভাবে জিনিসটা পেতে পারেন। আপনি যদি ফেনীর মধ্যে ডেলিভারি নিন তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। আর আপনি যদি ঢাকার বাইরে দেশের যে কোন প্রান্তে ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে কোরিয়ার সার্ভিসে ডেলিভারি নিতে হবে। আর আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর যে কোন অনলাইন শপ থেকে কিছু কিনলে ডেলিভারি ফী ক্রেতাকেই বহন করতে হয়। । মাঝেমধ্যে অনেক কোম্পানি তাদের বিশেষ কোন পণ্যের প্রচারনার জন্য শুধু মাত্র সেই পণ্যের ডেলিভারি চার্জ না নেওয়ার অফার দেয়। তাছাড়া সব সময় যে পণ্য কিনে তাকেই ডেলিভারি চার্জ দিতে হয়। তাই আপনি salesman-bd থেকে কোন পণ্য কিনলে তার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। আর ডেলিভারি চার্জ এর কথা শুনে আপনি ভয় পাবেন না। ডেলিভারি চার্জ তেমন বেশি টাকা হয় না। আপনি যদি বাজার থেকেও কিছু কিনেন তার জন্যেওত আপনার যাতায়াতের খরচ লাগেই।

যদি টাকা আগে দিয়ে দেন ঠিক ভাবে ডেলিভারি পাবেন কিনা?

দেখুন অনলাইনে এখন অনেক ভূয়া ঠক ওয়েবসাইট এবং অনেক নতুন নতুন মিথ্যা ঠক ইকমার্স প্রতিষ্ঠান বের হচ্ছে। তারা আপনাকে ঠকিয়ে আপনার টাকা নিয়ে হয়ত ঠিক ভাবে ডেলিভারি দেবে না। বা একরকম পণ্য দেখিয়ে অন্যরকম পণ্য দিয়ে দেবে। তাই নতুন কোন ইকমার্স প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে কিনবেন। পারলে চেষ্টা করবেন পে অন ডেলিভারিতে টাকা দিতে। ক্যাশ অন ডেলিভারি  মানে আপনার পণ্য আপনার হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন। এতে ঠকার চান্স কম। আপনি পণ্য হাতে পেয়ে ঠিকভাবে দেখে পেমেন্ট করতে পারবেন।  কিন্তু সব ইকমার্স প্রতিষ্ঠানের ক্যাশ অন ডেলিভারি সিষ্টেম থাকে না। তাই এইসব প্রতিষ্ঠান থেকে কিছু কিনার আগে ভেবেচিন্তে কিনবেন। এবং অনলাইনে যেমন কিছু ভূয়া প্রতিষ্ঠান আছে তেমনি অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানও রয়েছে। যারা আপনাকে 100% গ্যারান্টি সহ সঠিকভাবে ডেলিভারি দেবে। তাদের মধ্যে salesman-bd একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি salesman-bd থেকে কিছু কিনলে কোন সমস্যা না হলে অবশ্যই সঠিক সময়ে ডেলিভারি পাবেন। তারপরও আপনার মনে কোন সংশয় থাকলে। আপনি salesman-bd থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কিনতে পারেন। salesman-bd  এ ক্যাশ অন ডেলিভারি সিষ্টেম চালু আছে।

যারা দরদাম করে জিনিস কিনতে ভালবাসেন?

আমাদের দেশের অনেক মানুষই মনে করেন বাজার থেকে দরদাম করে জিনিস কিনলেই তাতে জিতা যায়। আর অনলাইনএ পণ্যের দাম নির্ধারিত থাকে বলে সেটা কিনলে ঠকতে হয়। কিন্তু ধরুন আমরা বাজারে গিয়ে একটা জামার দাম করলাম। দোকানদার জামাটির দাম চাইল ৩ হাজার টাকা। কিন্তু অনেক সময় দামাদামি করতে করতে দোকানদার ৫০০ টাকাতেও জামাটি বিক্রি করে ফেলে। আবার অনেকের কাছে এই একই জামা ২ হাজার বা আড়াই হাজার টাকাতেও বিক্রি করছে। তাহলে আপনি বলেন জামাটির সঠিক মূল্য কত? দোকানদার কখনো লস করে কোন পণ্য বিক্রি করবে না। তাই বোঝা যায় সে যখন ৫০০ টাকায় জামাটি বিক্রি করেছে। জামাটির সঠিক মূল্য ৫০০টাকা। আর যার এই জামাটির সঠিক মূল্য সম্পর্কে ধারণা আছে। শুধুমাত্র সেই জামাটি সঠিক দামে কিনতে পারবেন। আর যার ধারণা নেই সে ঠকবেন। আর আমাদের সবার পক্ষে সব সময় সব পণ্যের সঠিক দাম জানা কিন্তু সম্ভব নয়। তারপরও আমরা দরদাম করে কিছু কিনে যদি ঠকিও আমরা মনে করি আমরা জিতেছি। আর অন্যদিকে অনলাইনে সব পণ্যের দাম নির্ধারিত থাকায়। এই দরাদরির কোন ঝামেলাই নেই। মাঝেমধ্যে কিছু পণ্যের মূল্য কারনবশত মার্কেট প্রাইজ থেকে একটু বেশি থাকে। কিন্তু বেশিরভাগ পণ্যেরই মূল্য মার্কেট প্রাইজ থেকে অনেক কম থাকে। salesman-bd এর মত ইকমার্স প্রতিষ্ঠানগুলো অনেক সময় অনেক কোম্পানির থেকে অনেক অফার পাই। তার জন্য তারা অনেক পণ্য মার্কেট প্রাইজ থেকে অনেক কমদামে বিক্রি করতে পারে।তবে আপনি যদি salesman-bd এর মত শপিং প্লাটফর্ম থেকে কেনাকাটা করেন তবে আপনি ঠকার সম্ভাবনা নেই বললেই চলে। 


Abdur Raheem Mohammed 

Senior Officer

Enjaz-Bank Al Bilad

Abqaiq, Saudi Arabia.

Mobile : +966508857223

Tel: +966135650013

Email: mabdulrahim@bankalbilad.com

website: www.bankalbilad.com



Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments